মোঃ আবদুস ছাত্তার
পরিচালক (সামুদ্রিক)
সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রাম
মোঃ আবদুস ছাত্তার ২২ ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দে পরিচালক (সামুদ্রিক) হিসেবে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রাম এ যোগদান করেন। পরিচালক (সামুদ্রিক) হিসেবে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ আবদুস ছাত্তার ১৯৬৬ সালের ৩১ডিসেম্বর ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলার শৌলঘাই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় হতে ১৯৮১ সালে মাধ্যমিক এবং গৌরীপুর কলেজ হতে ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৮৭ সালে বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে এমএসসি ফিশারিজ ইন অ্যাকোয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শাহজালাল হলের আবাসিক ছাত্র ছিলেন।
মোঃ আবদুস ছাত্তার ১৩তম বিসিএস (মৎস্য) ক্যাডারে ১৯৯৪ সালে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন।তিনি মৎস্য অধিদপ্তরে থানা/উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সহকারী পরিচালক (প্রকল্প), জেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও উপপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং বিদেশে প্রশিক্ষক প্রশিক্ষণসহ (ToT) বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।